বাংলায় সবচেয়ে বড় হাদীসের অ্যাপ ভান্ডার । ধোকা দেয়ার দিন শেষ। "আল হাদীস" অ্যাপ রিভিউ
সবাইকে শুভেচ্ছা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আরও একটি ইন্টারেস্টিং টপিক আজকের টপিকটি হতে চলেছে আপনাদের জন্য খুবই উপকারী এবং আপনার জন্য খুব শিক্ষনীয় একটি টিপস আপনারা অনেকেই অনেক জায়গা থেকে বিভিন্ন ট্রিকস এবং ট্রিকস সম্পর্কে ভালভাবে জানেন আজকে আমি আপনাদেরকে যে ট্রিক্সটি দিব সেটা একেবারেই ভিন্ন রকম হতে চলেছে কারণ সচরাচর কেউ এইসব নিয়ে পোস্ট করে না তো আর কথা না বাড়িয়ে আজকের পোস্ট এর বিস্তারিত চলে যাই ।
আজকের পোস্টটি হতে চলেছে একটি অ্যাপস রিভিও । বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের অ্যাপস গুলো ডাউনলোড করে থাকেন আজকে আমি আপনাদের জন্য যে অ্যাপটির বিস্তারিত আলোচনা করব সেই অ্যাপটির নাম হচ্ছে "আল হাদিস"।
আমরা যারা ইসলাম ধর্মের লোক যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তাদের জন্য এই অ্যাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই একটি অ্যাপসে আপনি প্রায় সব ধরনের হাদিস একসাথে পেয়ে যাবেন এবং আলাদা আলাদা কোন অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে না। আমরা প্রত্যেকেই কোরআন সহ বিভিন্ন হাদিসের ব্যাখ্যা এবং হাদিস বাংলা অনুবাদ সহ সবধরনের কিছু একসাথে জানতে চান।
তো আমরা এই অ্যাপসটির মাধ্যমে "আল-কুরআনের" যতগুলো সূরা আছে প্রত্যেকটা সূরার অর্থাৎ 114 টি সূরা বাংলা অর্থসহ এগুলো কি তরজমা বাকি ব্যাখ্যা করা হয়েছে সেগুলো আমরা সঠিকভাবে পেয়ে যাব। আর সহি বুখারী, মুসলিম., আবু দাঊদ, তারপরে যত ধরনের হাদিসের কিতাবগুলো রয়েছে প্রায় প্রত্যেকটা কিতাবি আপনারা এই আল হাদিস অ্যাপস এ পেয়ে যাবেন জাস্ট আপনাকে করতে হবে এবং প্রিয়তে পড়তে হবে। এটা আপনারা কেন করবেন বা কি কারনে আপনার করবেন সেটাও আপনাদেরকে একটু বলে দেই,
আমরা অনেকেই অনেক ইসলামিক বক্তা থেকে অনেক হাদীস সহ অনেক কোরআনের আয়াত এবং অনেক কিছু ব্যাখ্যা শুনে থাকি। অনেক ক্ষেত্রে আমরা সেগুলোর যাচাই বাছাই না করেই আমরা আমাদের তাদের কথা শুনে আমরা জাস্ট আমল করতে থাকি সেটা কি ঠিক আছে কিনা? হুজুর কি ঠিক করলো কিনা?
কিংবা আলেম ঠিক বলল কিনা সেটা কিন্তু আমরা কখনও যাচাই করি না ।। তো অনেকেই অনেক ক্ষেত্রে ভুল করে এক আয়াতের জায়গায় অন্যায় বলে ফেলে ।এক আয়াতের অর্থ অন্য আয়াতের অর্থের সাথে মিলিয়ে ফেলে, কিন্তু এক হাদিস অন্য হাদীসে বলে দেয় কিন্তু এই হাদিস সহি হাদিস সম্পর্কে সব কিছু বলে দেয় আপনারা এগুলো যাচাই করার জন্য আল হাদিস এপটা ব্যবহার করতে পারেন।
তারা যে আয়াতটি বলুক না কেন! আপনি সব পায়ে যাবেন ।এবং সার্চ বারে গিয়ে সেখানে সার্চ করবেন অর্থ সেই আয়াতের সহ সবকিছু চলে আসবে একবারে পুরো হোক তখন আপনি অবশ্যই যাচাই করতে পারবেন যে সে আয়াতের অর্থ ঠিক বলেছে কিনা। কিংবা তার ব্যাখ্যা ঠিক আছে কিনা! ব্যাখ্যা করা হয় বিভিন্ন আলেম বিভিন্নভাবে ব্যাখ্যা করে এই বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন ।
তো আমরা প্রত্যেকেই জানি যে হাদীসের ভিতরে সবচেয়ে মানসম্মত হাদীসগুলো কে সহি হাদিস বলা হয়। মানসম্মত বলতে এখানে বুঝাতে চেয়েছি যে ,, "যে হাদিস সরাসরি রাসূল সাল্লাহু সালাম এর পক্ষ থেকে তার সাহাবীরা তাবিঈ তাবে-তাবেঈন এভাবে ধারাবাহিকভাবে চলে আসছে সেগুলো সাধারনত সহি হাদিস হিসেবে বলা" হয়। তো সহি হাদিস, জয়িফ হাদিস, জাল হাদিস এই ধরনের বিভিন্ন হাদিস আছে আপনারা সেগুলো সহজেই যাচাই করতে পারবেন। এবং সহজেই ডিটেক্ট করতে পারবেন যে আসলেই এটা সঠিক ব্যাখা নাকি আসলেই এটা সঠিক নয়! কিংবা হুজুর কি ঠিক বলছে? আমি কি এই আমলটা করতে পারি? আসলে কি হুজুর ঠিক বলেছি তো? এই ভাবে আপনার সকল কিছু জানতে পারবেন।
অনেকেই আছি যে আরবি পড়তে পারিনা কিন্তু আমাদের অনেক ইচ্ছা যে আসলে এই শব্দগুলো বা আয়াতগুলোর অর্থ কি সেটা আমরা জানতে চাই ।এজন্য আপনারা এই অ্যাপস ব্যবহার করতে পারেন এবং খুব সহজেই আপনাদের প্রয়োজন অনুসারে অর্থ গুলো জেনে নিতে পারেন। কিন্তু আপনারা কখনো চেষ্টা করবেন না যে শুধুমাত্র অর্থের মধ্যে সীমাবদ্ধ থেকে আপনার বোঝার চেষ্টা করবেন না কারণ অনেক খেতে হয় কি যে একটা আয়াত দেওয়া আছে সেই অর্থে যদি আমরা নিজের মতো গুছিয়ে নিই তাহলে কিন্তু সেটা ভুল হবে। নিচের মত কোন কিছু বোঝা যাবে না অবশ্যই যারা আলেমেদ্বীন অর্থাৎ যাদের মাধ্যমে এই ব্যাখ্যা করা হয়েছে ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করবেন এই অ্যাপসে বিভিন্ন আলেমদের ফতোয়া এবং বিভিন্ন আলেমদের কি মাসলা-মাসায়েল দিয়েছে সে সম্পর্কেও আপনারা এখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন।।
আপনারা এখান থেকে আরো অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারেন ইসলামের ইতিহাস সম্পর্কে এখান থেকে আপনারা জানতে পারবেন এছাড়া বিভিন্ন ফতোয়ার বই বিভিন্ন গ্রন্থ বিভিন্ন ইসলামিক বই প্রায় বেশিরভাগ স্কলারের এবং তাদের মতামত দেওয়া আছে সেগুলো ফলো করতে পারেন এবং সেগুলো ফলো করলে আপনি বুঝতে পারবেন যে বিভিন্ন আলেম বিভিন্ন আয়াত নিয়ে সেটা কি ব্যাখ্যা করেছেন বিভিন্ন হাদিসের সেটা কি দেখা করেছেন কেন সেটা সহি হাদিস কেন সেটা দুর্বল হাদিস কেন সেটা সম্ভব নয় কেন কিছু আপনারা সহজেই জানতে পারবেন এই মাত্র একটি অ্যাপস থেকে।
এবার চলে আসি যে এই এপ্সটি তে আপনারা কি কি হাদিস পাচ্ছেন?
হাদীসের গ্রন্থ বা হাদীসের কিতাব গুলো পাচ্ছেন প্রথমেই "সহীহ বুখারী, সহীহ মুসলিম, সুনানে আবু দাউদ, সুনান আত তিরমিজি, সহি শামায়েলে তিরমিজি, সুনানে ইবনে মাজাহ, সুনানে আদ দারেমী, বুলুগুল মারাম, আল-আদাবুল মুফরাদ, সুনানে আহমেদ, মুয়াত্তা মালিক, মিশকাতুল মাসাবি" ইত্যাদি আরও অসংখ্য হাদিস গ্রন্থ রয়েছে এবং প্রত্যেকটা হাদিস গ্রন্থের প্রত্যেকটা হাদিসে। এখানে আপনি সরাসরি পেয়ে যাবেন এবং সেগুলো সব ব্যাখ্যাসহ এবং অর্থসহ শব্দের অর্থ সহ সবকিছু পেয়ে যাবেন এবার চলে আসে গ্রন্থসমূহ গ্রন্থসমূহ ভেতরে বিভিন্ন গ্রন্থ রয়েছে আকিদা, সালাত,যাকাত,হজ, সিয়াম, ফতোয়া, শিরক-বিদআত- কুফর, দৈনন্দিন জীবনে অসংখ্য গ্রন্থ হয়েছে এছাড়া বিভিন্ন আলেমদের বিভিন্ন বই সমুহ এখানে আপনারা পেয়ে যাবেন।
এছাড়াও এই এপ্সটি তে আপনারা বিভিন্ন তরজমা সহ ব্যাখ্যা পেয়ে যাবেন। আশা করছি বুঝতে পেরেছেন যে আপনারা এই একটি অ্যাপসে কি কি পাচ্ছেন টোটাল তাদের বিভিন্ন থেকে আলাদা আলাদাভাবে ডাউনলোড করার কোন প্রয়োজনই নেই শুধুমাত্র একটি অ্যাপস দিয়ে আপনারা সব ধরনের হাদিস এবং সব ধরনের গ্রন্থ একটি অ্যাপস এর মাধ্যমে পড়তে পারবেন। তাছাড়া এই অ্যাপসটির মাধ্যমে আপনারা বিভিন্ন ফিকহের কিতাবগুলো পেয়ে যাবেন সেখান থেকে আপনার বিভিন্য ফিকহের কিতাব গুলো পড়তে পারবেন আর যদি এগুলোর দাম অফলাইন এই সবগুলো একসাথে পেয়ে যাবেন যেকোনো সময় যেকোনো কিছু দেখতে পারবেন এবং পড়তে পারবেন আশা করি বুঝতে পারছেন যে আপনার এই অ্যাপটি কতটা গুরুত্বপূর্ণ।
এবার চলে আসি যে আপনারা এই অ্যাপসটি কিভাবে ডাউনলোড করবেন এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমেই চলে যেতে হবে গুগল প্লে স্টোর প্লে স্টোরে গিয়ে প্রথমে সার্চ অপশনে চলে যাবে সার্চ অপশন এ গিয়ে সার্চ করে লিখবেন আল-হাদিস। সার্চ করে আল-হাদীসঃ লিখে সার্চ করার সাথে সাথেই আপনাদের সামনে প্রথম জিএসটি চলে আসছে আল হাদিস মানে সেই অ্যাপটি আপনার ডাউনলোড করে নিবেন এখানে নিচে দেখতে পারছেন ।
যে একটি স্ক্রিনশট দেওয়া আছে সে স্ক্রিনশটে দেখান অ্যাপসটি আপনার ডাউনলোড করে কিছু একসাথে পেয়ে যাবেন আশা করছি এই পোস্টটি আপনাদের ভালো লাগবে এরকম আরো পোস্ট পেতে হলে আমাদের এই ওয়েবসাইটের সাথেই থাকবেন এবং আমাদের নিয়মিত পোস্ট গুলো পড়ার চেষ্টা করবেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য বেস্ট পোস্ট গুলো দেওয়ার জন্য আপনাদের যদি এই পোস্টটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন।