বড় গাড়ি বা বাস চালানোর যে পাঁচটি নিয়ম ও টিপস জেনে নিন।।

 বড় গাড়ি বা বাস চালানোর যে পাঁচটি নিয়ম


বড় গাড়ি বা বাস চালানোর যে পাঁচটি নিয়ম।


আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে বলবো যে ঢাকা শহর সহ সারা বিশ্বের যেখানে আপনি থাকেন না কেন সেখানে বসেই কিভাবে যেকোন বড় বাস চালাতে পারেন! এবং বাস চালাতে হলে আপনাকে যে পাঁচটি  টিপস অবশ্যই অবশ্যই ফলো করেই বাস চালাতে হবে নয়তো আছে বিপদ!


আজকে আমরা খুব গুরুত্ব সহকারে বড় গাড়ি এবং বাস চালানোর পাঁচটি নিয়ম এবং টিপস খুব সূক্ষ্মভাবে গুরুত্বসহ আলোচনা করবো।  এর জন্য আপনাদের মনোযোগের বিশেষ প্রয়োজন।  আশা রাখছি ধৈর্যসহকারে আপনারা সম্পূর্ণ পোস্টটি পড়বেন।  আমরা ইদানিং যেকোনো জায়গায় যদি কোন দুর্ঘটনার খবর শুনি তাহলে আমাদের মাথায় সর্বপ্রথম যে দুর্ঘটনাটার কথা আসে সেটা হচ্ছে বাস দুর্ঘটনা অর্থাৎ মহাসড়ক এবং যে কোন জায়গায় কোন দুর্ঘটনা ঘটক না কেন সেখানে কিন্তু কোন না কোন ভাবে বড় গাড়ি এবং বাসের সাথে একটা কানেকশন আছে যেটা আপনারা গত 10 বছরে দেখে এসেছেন।  


এতে করে কিন্তু অনেকের অনেক আত্মীয় স্বজনরা স্বজনহারা হচ্ছে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে পৃথিবীর সমস্ত ড্রাইভাররা বড় এবং ট্রাক এবং যেকোনো বড় গাড়ি চালাতে এই পাঁচটি নিয়ম মেনে গাড়ি চালান তাহলে অবশ্যই অবশ্যই আমরা আশা রাখি ইনশাআল্লাহ যে কোন দুর্ঘটনা থেকে অনেকটাই বাচতে পারবেন  ইনশাআল্লাহ! অন্তত পাঁচটি টিপস যদি ফলো করেন। 


তো চলুন সম্পূর্ণ পয়েন্ট আকারে আমরা এই পাঁচটি টিপস আলোচনা করি

 


  •  ১/ অনেক বাস ড্রাইভাররা মনে করে যে বাস টা হচ্ছে সিএনজি অথবা তিন চাকা অথবা দুই চাকার কোন মোটর বাইক! অথবা কোন একটা যানবাহন! তারা চায় এই বাসটাকে সরাসরি বাইক অথবা সিএনজির মত একবার ডানে আরেকবার বামে একবারে সোজা যেভাবে খুশি এভাবেই চালানোর মত এই ভুল কিন্তু ভুলেও করবেন না কেননা বাস কিন্তু সরাসরি পেটের উপর ভর দিয়ে চলে বাইকের মত এদিক সেদিক সহজেই লড়তে পারে না! এতই বাইকে আপনার মনের মত না চালিয়ে সাপের মতো চালানোর চেষ্টা করবেন কেননা বাইক যেমন রাস্তায় সরাসরি চলতে পারে ঠিক বাস কিন্তু এভাবে না চলে এসে পেটের উপর ভর করে কিন্তু চলে এঁকেবেঁকে চলে যার জন্য বাইক কিন্তু সরাসরি সোজা চলে না কখনো সরাসরি চালাতে গেলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে
    । এর থেকে সবধানতা অবলম্বন করতে হবে সমস্ত চালক কেই।

  • ২/ নিজের কথা শুনে বাস চালানো কিন্তু অনেক বড় একটি ভুল কেননা বাস হচ্ছে যাতায়াতের মাধ্যম বাস কিন্তু এপার থেকে ওপারে যাওয়ার কোন মাধ্যম না বাইক আমরা যেরকম যেদিকে মন চায় সেদিকে আমরা ইউজ করতে পারি বাস কিন্তু ঠিক এর উল্টো আজকে আমরা এক হিসেবে টাকার ব্যাংক বলতে পারি কেননা বাসের ভিতর ঢোকাতে পারবেন ততই আপনার টাকার গোডাউন ঠিক যতক্ষণ পর্যন্ত না বাস একেবারে ফেটে যাচ্ছে এর আগ পর্যন্ত কিন্তু মানুষ বাসে উঠতে উঠতে থাকে অতএব দশজন দোষ কথা বললেও আপনাকে আপনার মত করে গাড়ি চালাতে হবে।  যদি 10 জনের 10 কথা শুনে আপনারা গাড়ি চালানো শুরু করেন তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার অনেক বেশি কেননা যাত্রা বলবে ভাই আগে নেন তারপর ত্যাগ করেন জানেন এই সমস্ত কথা শুনে কিন্তু আপনাকে গাড়ি চালাতে হবে না আপনি আপনার নিজের মতো করে ঠান্ডা মাথায় ধীরেসুস্থে গাড়ি চালাবেন এতে করে আশা করি দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। 

  • ৩/  অনেক বাস ড্রাইভার এবং বিভিন্ন ড্রাইভাররা কিন্তু গাড়ি চালানোর সময় ধূমপান করে !! যা খুবই খারাপ একটি কাজ! অনেক ড্রাইভার এই কাজটি করে থাকে সারাদিন কোন ধূমপান না করলেও যখনই গাড়ি চালাতে ওঠে তখনই তারা সিগারেট মুখে নিয়ে ধূমপান টানতে টানতে নিজের মনের সুখে গাড়ি চালাতে থাকে এর জন্য কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটার বড় একটি কারণ এর ভিতরে একটি কারণ হচ্ছে গাড়ি চালানোর সময় ধূমপান করা এবং অমনোযোগী হওয়া! বিশেষ করে যারা বাস চালায় তাদের প্রত্যেককে 100 ভাগের ভিতরে প্রায় 95% ড্রাইভাররা কিন্তু গাড়ি চালানোর সময় তারা ধূমপান করে।  বিশেষ করে যারা পাস এবং বড় ধরনের ট্রাক ইত্যাদি গাড়ি ঘোড়া চালায় তাদের এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে কেননা বড় একটি দুর্ঘটনার জন্য এই সামান্য ছোট একটি ধূমপানে যথেষ্ট ধূমপান করলে কিন্তু অনেক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এবং বড় বড় অসুখ হওয়ার সম্ভাবনা আছে এর জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যারা বা ড্রাইভার এবং ট্রাক ড্রাইভাররা আছেন আমার এই পোস্টটি পড়েছেন তাদেরকে আমি বলছি ধূমপান করা অবস্থায় কখনোই গাড়ি চালাবেন না। 



  • ৪/ এবার আসি চাকরিজীবীদের নিয়ে যারা চাকরি করে তারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আমাদের অফিসে যাওয়ার জন্য বাস ইউজ করতে হয়! তো বাদ ডাইভাররা যেখানে যা করেন কোনো বাস স্টপে তারা না দাড়া করিয়ে যেখানেই যাত্রীবাহী সেখানে তারা বাস তুলে ফেলে ফলে পিছনে যে গাড়িগুলো থাকে সেগুলো কিন্তু এটা বিপাকে পড়ে যায় এই ধরনের ড্রাইভার এবং যারা এভাবে চালিয়ে থাকেন তাদের কে আমি আবার রিকোয়েস্ট করছি আপনারা কোথাও গাড়ি থামাবেন না আর আমরা আমাদের দেশে চামড়া যারা চাকরিজীবী তারা অফিসে একটু লেট হয়ে যাবে এর জন্য তাড়াহুড়া করে ড্রাইভারকে বলে তাড়াতাড়ি চালান ইত্যাদি আরও বিভিন্ন টাইপের কথা বলে থাকি আমাদের কথা না শুনলে তাদেরকে আমরা গালাগালি পর্যন্ত করে থাকি এটা কিন্তু খারাপ কাজ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে দুইজনকেই সামাজিক ভাবে ভালোভাবে ব্যবহার করে সুন্দর করে বুঝিয়ে বলতে হবে। 



  • ৫/ পাঁচ নাম্বার পয়েন্টে আমাদের আজকের সম্পুর্ন পোস্ট ইতি টানবো আশাকরি স্কুল-কলেজসহ বিভিন্ন অফিস-আদালতে এবং গুরুত্বপূর্ণ সেনসিটিভ জায়গার আশেপাশে বাস চালানোর সময় আপনারা হংকং বাজাবেন অর্থাৎ হর্নি বাজাবেন না কেননা আপনি যদি একটা হাসপাতালের সামনে গিয়ে বাসে দাবাদ জোরে জোরে হর্ন বাজাতে থাকেন তখন ওই হাসপাতালে যে সমস্ত রোগীরা আছে এবং পাশে যদি কোন স্কুল কলেজ থাকে তো তাদের কস্ট হয় সাথে তখন ডিসটাপও হয় শুধুমাত্র আপনার একটি হর্ন বাজানোর কারণে। স্কুল এবং হাসপাতাল যেখানে মানুষের রেস্টের প্রয়োজন যেখানে মানুষ স্বাভাবিক জীবনযাপনের থেকে একটু অন্যরকম ভাবে চলার জন্য যারা ওই জিনিসগুলা এসেছে তাদের ডিস্টার্ব হয় এমন কাজ আপনারা করবেন না। 


অবশেষে আমরা পোস্টের ইতি টানতে চলে আসলাম আজকে আপনার উপরোক্ত যে পাঁচটি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম এই পাঁচটা পয়েন্টের যদি আপনারা আপনাদের দৈনন্দিন জীবনের গাড়ি চালানোর সময় মাথায় রাখেন এবং এই টিপসগুলো কাজে লাগানোর চেষ্টা করেন তাহলে আশা করা যায় যে গাড়ি দুর্ঘটনা এবং বাসের সাথে পাল্লা দিয়ে রেসিং করা এবং বিভিন্ন ধরনের সড়ক দুর্ঘটনা আশা করি তুমি যদি আপনারা এগুলো ফলো করেন ইনশাল্লাহ আমরা আশা রাখি। 


আজকে আমি এর থেকে আর বেশি লিখলাম না কারন আপনারা অনেকেই আমার এর আগের আর্টিকেলে নিচে কমেন্ট করেছেন যাবে আপনার পোস্ট গুলো অনেক গুরুত্বপূর্ণ হয় তবে পোস্টের ভিতরে অনেক বেশি বলে ফেলেন তো এর জন্য আমি আপনাদেরকে এই পোস্টটা একবারে শর্টকাটে লিখলেন যেন পোস্ট বেশি বড় না হয় আপনারা শর্টকাটে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো যেন সহজে বুঝতে পারেন। 

 তাই আবারো ধন্যবাদ দিচ্ছি আপনারা এতক্ষণ যাবত আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য এবং আপনার মূল্যবান মানুষগুলো আমাদের এই পোস্ট দেওয়ার জন্য আশা করি তখনই আমাদের এই পোস্টটা সার্থক হবে যখনই আপনার এই নিয়ম কারণ গুলো মেনে চলবেন রাস্তায় গাড়ি চালানোর সময় এবং সকল ভাইদের দৃষ্টি আকর্ষণ করে এটাই বলতে চাচ্ছি। 



আসসালামু আলাইকুম

Post a Comment

Previous Post Next Post

Ads in post 4

Ads in post 5