Google AdSense payment cycle | গুগল এডসেন্স ০১, ১১, ২১ তারিখের পেমেন্ট সিস্টেম।




Google AdSense payment cycle 


আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে বলবো যে গুগল এডসেন্সের যত পেমেন্ট রিলিজ এবং ডলার ব্যালেন্স এড হওয়ার যাবতীয় প্রক্রিয়াধীন প্রসেসিং এবং ইনফরমেশন কিভাবে কাজ করে! Google AdSsens | গুগল এডসেন্স ০১, ১১,  ২১ তারিখের পেমেন্ট সিস্টেম। 


আজকের পোস্টটি আমরা সম্পন্ন গুরুত্বসহকারে খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবে এবং জনপ্রিয় বুঝতে পারেন সেই ভাবে কথা বলব কেন না করে পোস্ট দেখলেই যে সবকিছু বোঝা যায় তা কিন্তু নয় অনেক ছোট আকারে ভালো ছেলে কিন্তু বুঝতে সহজ হয় এবং কষ্ট কম হয়! 


পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে গুগোল এই গুগোল এর আন্ডারে কিন্তু ইউটিউব, গুগল এডসেন্স অ্যানালিটিক্স সার্চ কনসোল নিউজ এভরিথিং সবকিছুই  কিন্তু গুগলেরই প্রোডাক্ট! আপনারা যারা ইউটিউবে কাজ করেন তাদের পেমেন্ট প্রসেস গুগল এডসেন্স কিভাবে করে সেটা আমি আপনাদেরকে একটু বলি অর্থাৎ কোন ডেটে আপনার ব্যালেন্স এড হবে কোন ডেটে আপনাকে পেমেন্ট করা হবে কবে নাগাদ আপনি ব্যাংক থেকে সেই পেমেন্ট পাবেন? ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে আগে আমরা ইউটিউব সম্পর্কে আলোচনা করব।


  • 1/ ইউটিউব! প্রক্রিয়াধীন প্রসেসিং টা একটু জটিল আমি আপনাদেরকে সহজ করে বোঝালে আশাকরি বুঝতে পারবেন মনে করেন আপনি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন এবং আপনার ইউটিউব চ্যানেলের 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইব হওয়ার পর আপনি মনিটাইজেশনের জন্য ইউটিউব এর কাছে আবেদন জানিয়েছেন এখন ইউটিউব আপনার চ্যানেল থেকে ভালো করে চেক করবে যে আপনার চ্যানেলটা কি youtube-এর ফ্রান্স এন্ড কন্ডিশন এর ভিতর আছে কিনা অর্থাৎ ইউটিউবে যে পার্টনার প্রোগ্রাম পলিসি সেটার আওতাভুক্ত কিনা আপনার ইউটিউব চ্যানেলটি তারা যদি মনে করে যে আপনার ইউটিউব চ্যানেলটি ইউটিউব এর সমস্ত রুলস এন্ড রেগুলেশন মেইনটেইন কর এই ভিডিওগুলো তৈরি করা হয়েছে এবং ফিলাপ করা হয়েছে তখন আপনাকে ইউটিউব দিয়ে দিবে যখন তখন কিন্তু আপনার খেলা শুরু, কিভাবে? এইবার বলছে আসল কথা তোর যখনই আপনার ইনকাম শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনি প্রতি মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত অর্থাৎ শেষ হয় যদি 30 তারিখে তাহলে 30 যদি মাসে 31 তারিখে শেষ হয় তাহলে দিস তাহলে আমরা সহজ ভাষায় ভিতর নিজের জানুয়ারি মাসে আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিয়ে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আপনার যত ডলার ইনকাম হবেই ইউটিউব থেকে সেই ডলার এডসেন্স যোগ হবে ফেব্রুয়ারি মাস অর্থাৎ এর পরের মাসের 11 তারিখে অর্থাৎ আপনি এই মাসে যা ইনকাম করবেন তার সামনের মাসের 11 তারিখে আপনার এডসেন্স এর মেইন ব্যালেন্স এড হবে আশা করি বুঝতে পারছেন এডসেন্সের পেমেন্ট সাইকেলিং  টা!


  • এবার আসি ইউটিউব এর টাকা কবে নাগাদ আপনার এডসেন্স থেকে আপনার ব্যাংকে পাঠাবে, এবং ব্যাংক থেকে কবে নাগাদ আপনি আপনার টাকাটা পকেট পর্যন্ত পাবেন? এটা খুব গুরুত্বপূর্ণ এবং জটিল ইন্টারেস্টিং একটা জিনিস ! দেখেন তাহলে আমরা সহজ ভাষায় বুঝলাম কি ইউটিউব থেকে চাইনি কাম হবে তাই পরের মাসের 11 তারিখে আপনার একাউন্টে যোগ হবে এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে আপনারই পেমেন্ট রিলিজ করা হবে অর্থাৎ আপনার ব্যাংকে পাঠানো রেমিটেন্স আকারে মাসের 21 তারিখে ভ্যালেন্টাইন হবে ওই মাসের 21 তারিখে আপনার পেমেন্ট ব্যাংকের মিস করবেন কথাগুলো খুব মনোযোগ সহকারে এবং ভালভাবে বোঝার চেষ্টা করুন কারণ এর থেকে সহজ ভাবে বোঝানো কিন্তু কোনমতেই সম্ভব না! 

যখনই মাসের 21 তারিখে আপনার পেমেন্ট এর রিলিজ করবে গুগল এডসেন্স আপনার ব্যাংকে তখন বাকি প্রসেস কিন্তু সম্পূর্ণ আপনার ব্যাংকের হাতে এখন কোন কোন ব্যাংকে 2 থেকে 3 কর্মদিবসের ভিতরেই টাকা পৌঁছে দেয়! আবার কোন কোন ব্যাংকের 10 দিন পর্যন্ত টাইম নেয়!  বিশেষ করে যারা বাংলাদেশে থাকি তাদের পেমেন্ট অনেক লেট হয়, বাংলাদেশে আমার জানামতে শুধুমাত্র ইসলামী ব্যাংক লিমিটেড সবচেয়ে তাড়াতাড়ি অ্যাডসেন্সের টাকা রিলিজ করে অর্থাৎ 21 তারিখে যদি এডসেন্স তাদের কাছে টাকা পাঠায় তাহলে দুই দিন অর্থাৎ 23 তারিখের ভিতরে কিন্তু ইসলামী ব্যাংক টাকা দিয়ে দেয় ব্যাংকে!


  • 2/ ওয়েবসাইট ,ব্লগার , ইত্যাদির পেমেন্ট রিলিজ ডেট! এবং প্রসেসিং! 


আমরা জনগন লাইনে কাজ করি তার অধিকাংশ কাজী কিন্তু ওয়েবসাইট এবং ব্লগার ভিত্তিক হয় আমরা অনেকেই জানি যে আমরা ওয়ার্ডপ্রেস সহ বিভিন্ন ব্লগের সাইরি তারিখে যারা কাজ করে তাদের পেমেন্টের রিসাইকেল প্রসেসিং টা কিন্তু সম্পূর্ণ ভিন্ন যেমন ধরা যাক আমরা যেমন ইউটিউবে ভিডিও বানিয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম বা ফিলাপ করে কিন্তু আমাদের ইনকাম করতে পারতাম কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ প্রস্তুত একটু বিভিন্ন ওয়েবসাইটে রকম 4000 ঘন্টায় 1000 সাবস্ক্রাইব করার কোন সিস্টেম নাই এর জন্য ওয়েবসাইটে আপনাদেরকে সম্পূর্ণ আলাদা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আমাদের ইনকাম করতে হয় যেমন ওয়েবসাইট কিনার জন্য একটা ডোমেইন কিনতে হবে হোস্টিং কিনতে হবে ওই ওয়েবসাইটে মিনিমাম 30 থেকে 40 টা আর্টিকেল লিখতে হবে প্রফেশনাল হতে হবে একটা আর্টিকেল লিখতে যে কত কষ্ট হয় সেটা  শুধুমাত্র তারাই বুঝতে পারে! এত পরিমান কষ্ট একটা আর্টিকেল সুন্দর মত সাজিয়ে লিখতে গেলে কমপক্ষে 5 ঘন্টা আমার সময় ব্যয় হয়েছে আর্টিকেল টি লেখার জন্য! 


তবু আবসার ইনকামের প্রসেসিং টা কিভাবে যখন আপনি উপরের ক্রাইটেরিয়া ফিলাপ করবেন এডসেন্সের তখন কিন্তু যদি এডসেন্স আপনার ওয়েবসাইট টা কি অ্যাপ্রভাল মনে করেন এবং মনিটাইজেশন দেয় আপনার ওয়েবসাইটে তখন কিন্তু আপনি আপনার ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন এবার আসি ওয়েবসাইট কিভাবে করা হয়? আমরা জানুয়ারি মাস কেউ উদাহরণস্বরূপ ধরে আপনাদেরকে বুঝাতে চাই ধরেন আপনি জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যত ডলার ইনকাম করবেন শীতলার ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আপনার ম্যানেজার হয়ে যাবে অর্থাৎ ইউটিউবে একটা সামনের মাসের 11 তারিখে কিন্তু ওয়েবসাইটটা এই মাসের টা একেবারে সামনের মাসের 1 তারিখে যোগ হয়ে যায় এটা কিন্তু এখানে প্লাস পয়েন্ট!


 এবার অ্যাডসেন্স থেকে কিভাবে আপনার ব্যাংকে টাকা পাঠানো হবে? এটা একেবারেই সহজ! কেননা আপনি যখন আপনার ওয়েবসাইটে ইনকাম করবেন সেই ডলার যখন 1 তারিখে আপনার মেন্ ব্যালেন্সে যোগ হয়ে যাবে আরে ইউটিউব একটা যখন ওই মাসের 11 তারিখের যোগ হবে ! এককথায় সহ বাংলায় আমাদেরকে বললে ইউটিউব এর টাকা যোগ হয় 11 তারিখে ওয়েবসাইটের টাকা যোগ হয় 1 তারিখে এখন জয় তারিখেই আপনার মেইন এডসেন্সের ব্যালেন্সের ডলার জোক হোক না কেন আপনি কিন্তু 21 তারিখে পাবেন! 


অর্থাৎ প্রতি মাসের 21 তারিখে আপনার পেমেন্ট রিলিজ করা হবে হয় আপনি ইউটিউব থেকে ইনকাম করেন অথবা ওয়েবসাইট থেকেই করেন না কেন! আর আপনার ডলার পেমেন্ট করে দিবে তখন কিন্তু সম্পূর্ণ প্রযুক্তিনির্ভর করে যে আপনি কখন পেমেন্ট পাবেন বা কখন টাকা আপনার পকেটে পর্যন্ত আসবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ব্যাংকের উপর পারবেন যদি লেট করে সেক্ষেত্রে আপনি টাকা দিতে হবে কিন্তু অ্যান্সার সঠিক সময় কিন্তু পেমেন্ট করে দেয়!


গুগল এডসেন্স হচ্ছে পৃথিবীর 1 নাম্বার বিশ্বস্ত এবং গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা যেটা পৃথিবীর অন্য কোন কোম্পানি এত ফেসিলিটি  দিতে পারেনা!


সর্বোপরি বলতে চাই আই লাভ গুগোল অ্যাডসেন্স! আই লাভ গুগোল!






Post a Comment

Previous Post Next Post

Ads in post 4

Ads in post 5