intel Core i5 7500T এই প্রসেসর দিয়ে আপনি কি ধরনের গেইমস বা কাজ করতে পারবেন? জেনে নিন নাম সহ।



intel Core i5 7500T এই প্রসেসর দিয়ে আপনি কি ধরনের গেইমস বা কাজ করতে পারবেন?  জেনে নিন নাম সহ।


আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক!


 অনেকদিন পরে আপনাদের সামনে আরও একটি নতুন আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজকের এই পোষ্ট আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে এটা বুঝতে পারবেন যে intel Core i5 7th 7500T প্রসেসর দিয়ে আপনি কি ধরনের কাজ করতে সক্ষম অর্থাৎ আপনি এই প্রসেসর দিয়ে কি ধরনের গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন অথবা কি কি ধরনের গেম খেলতে পারবেন এবং কোন কোন গেমসগুলো আমি এই প্রসেসর দিয়ে খেলেছি বা ট্রাই করেছি সেই সব বিস্তারিত ডিটেলস আমি আজকে এই পোস্টের ভিতরে বলবো। 


আরো একটি বিষয়, যে আমি এর আগে ছিলাম intel Core i3 4th, (7th) 7100k একটি প্রসেসর ব্যবহারকারী। আমি আমার কম্পিউটারটা কিছুদিন আগে আপগ্রেড করে সেখানে Core i5 7th gen একটি প্রসেসর লাগিয়ে অন্যান্য আরো এডভান্স লেভেলের গ্রাফিক ডিজাইন এর কাজ করেছি এবং গেমস খেলেছি যেগুলো আমি intel Core i3 7th এ করতে পারিনি। তো চলুন আমরা এ বিষয়ে আরেকটু বিস্তারিত কথা বলি এবং জানিয়েছে intel Core i3 7th এবং intel Core i5 7th এর ভিতরে কোনটা সবচাইতে বেস্ট পারফরমেন্স দিতে সক্ষম।



আমি যখন ইন্টেল intel Core i3 7th এর প্রসেসর ব্যবহার করতাম তখন যেই ধরনের গেমস সফটওয়্যার ব্যবহার করতাম তা মোটামুটি খুব ভালো পারফরম্যান্স আমাকে দিত।  তবে কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো খুবই এবং অ্যাডভান্স লেভেলের সেগুলো চালাতে অনেক প্রবলেম ফেস করতে হত যেটা আমার কাজের ক্ষেত্রে অনেকটাই বিরক্তিকর। যার জন্য আমি আমার এই প্রসেসরটি আপগ্রেড করে intel Core i5 7th নিয়েছি. তবে Core i3 7th প্রসেসরটিকেও কিন্তু খারাপ বলা যায় না। এটা দিয়েও আপনি চাইলে দুর্দান্ত গেমিং করতে পারবেন (তবে পুরাতন গেম গুলো) তারপর বিভিন্ন ধরনের সফটওয়ার যেগুলো একবারে সাধারণ তার সব কাজেই কিন্তু আপনার Core i3 7th প্রসেসর দিয়ে করতে পারবেন. 


অনেকেই বলে যে আমার কোনো এক্সট্রা গ্রাফিক্স কার্ড নাই আমি কি শুধুমাত্র কোর i3 সেভেন জেনারেশান এবং 4 জিবি র্যাম দিয়ে কোন গেমস বা সফটওয়্যার চালাতে পারবো কিনা? তাদের উত্তর হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই  এই সকল কাজগুলো করতে পারবেন এই প্রসেসর দিয়ে এর জন্য আলাদাভাবে কোন গ্রাফিক্স কার্ড এর প্রয়োজন নেই। তাছাড়া যারা সাধারণত অফিসের কাজ করে ধরুনঃ মাইক্রোসফট ওয়ার্ড  এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি  কাজ গুলো যারা করতে চান তাদের জন্য intel Core i3 4th, (7th) 7100k জেনারেশনের যেকোন প্রসেসর হলেই যথেষ্ট হবে। 


অনেকেই আবার আমাদের কাছে প্রশ্ন করেন যে  ইন্টেলের শুধুমাত্র 7 জেনারেশনের i3  প্রসেসর দিয়ে কিভাবে এত কিছু করা সম্ভব! আসলে উপরে আমি যে কাজ গুলোর কথা বললাম এগুলো আপনি নিশ্চিন্তে করতে পারবেন। তবে আপনি যদি এর চাইতেও আরো বেশি অ্যাডভান্স লেভেলের কোন কাজ করতে চান যেমনঃ প্রডাক্টিভিটি, ভিডিও এডিটিং এবং বড় বড় সব হেভি সাইজের গেম এবং অনেক বেশি ভারি কোন গেমস খেলতে চান তাহলে আপনি কাজগুলো করতে পারবেন না এই প্রসেসর দিয়ে! আপনাকে এর জন্য আরো বেশি পাওয়ারফুল প্রসেসর লাগাতে হবে যেমন i5 6th, 10th gen প্রসেসর লাগাতে পারেন। শুধুমাত্র এই কারণে আমি আমার কম্পিউটারের প্রসেসর আপগ্রেড করেছি !


চলুন আরেকটু ব্যাখ্যা করা যাক! Core i5  এর প্রসেসর সাজেস্ট করা হয় গেমারদের জন্য যারা খুব বেশি গেম খেলতে চান সারাদিন শুধু গেমের জন্যই পিসি বানাচ্ছেন তাদেরকে সাজেস্ট করা হয়। Core i5 প্রসেসরের প্রাইজ মোটামুটি সবার হাতের ভিতরে! কেননা এই দামে সবচেয়ে ভালো পারফরম্যান্স দিতে সক্ষম এই প্রসেসটি তাছাড়া বর্তমানে বাজারে AMD  Ryzen প্রসেসরও বের হয়েছে কম দামে। 


এবার আসি আপনি কেন আপনার পিসি থেকে আপগ্রেড করে Core i5 10th জেনারেশন অথবা এই প্রসেসর নিবেন? এর কারণ হচ্ছে ইন্টেলের প্রসেসরের ভিতরে Build in গ্রাফিক্স দেয়া থাকে যেমন এই প্রসেসর গুলোটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেলের hd 630 গ্রাফিক্স এটা দিয়ে কিন্তু আপনারা দুর্দান্ত পারফরম্যান্স পাবেন গেমিং এর ক্ষেত্রে তাছাড়া আপনি যদি ভিডিও এডিটিং এবং বড় কোন ফাইল অথবা কোন সফটওয়্যার এর কাজ করতে চান সেগুলো এটা দ্বারা করা সম্ভব। আর যাদের বাজেট অনেক বেশি তারা চাইলে আলাদাভাবে একটা 2 GB গ্রাফিক্স কার্ড লাগিয়ে নিতে পারেন তাহলে আপনার পারফরম্যান্স আরো বেশি বেড়ে যাবে এবং আরো তাড়াতাড়ি এবং দ্রুত আপনি কাজ করতে পারবেন প্লাস যেকোনো গ্রাফিক্স থ্রিডি এনিমেশন গুলা আরও সুন্দরভাবে আপনার সামনে ফুটে আসতে পারবে। এবং আপনি যখন এই প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড দিয়ে গেমস খেলবেন তখন আপনার অভিজ্ঞতা অনেক বেড়ে যাবে এবং খেলে খুবই মজা পাবেন যেকোনো কাজ করো আপনার কাছে ভালো লাগবে। তাই যারা কম দামে মিড রেঞ্জের ভিতরে কোন প্রসেসর খুঁজতে খুঁজতে চান তাদের জন্য আমি বলছি যে ইন্টেল কোর আই ফাইভ এর জেনারেশন প্রসেসর আপনারা নিতে পারেন এতে করে আপনার যে কোন ধরনের গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং গেমস খেলতে পারবেন। 


এখন বলবো এই প্রসেসর দিয়ে আপনারা কোন কোন Games গুলো smoothly খেলতে পারবেন নিচে সেই গেমসগুলোর কয়েকটা লিস্ট দিয়ে রাখলাম এবং এর প্রত্যেকটা গেমস আমি আমার কম্পিউটারে মানে আমার প্রসেসর এর ট্রাই করেছি। 


নিচের দিকে গেমস এবং সফটওয়্যার গুলো যেই কনফিগারেশনের পিসি তে চালানো হয়েছে তার স্পেসিফিকেশন আপনারা দেখে নিন।


Mobo: Gigabyte H110

Processor: intel core i5 7th' Gen 7500T

Ram: Twinmos DDR4 (8GB) Ram, (2 slots)

Hard Disk: Toshiba 2TB HDD


Tested Games List (এগুলা আমি নিজে টেস্ট করেছি)।


1. Farcry All Series (1,2,3,4,5,) মন্তব্য/ ভালোভাবে চলেছে।

2. Battlefield 5 মন্তব্য/ মোটামুটি কোনরকম চলে।

3. Prototype 2 মন্তব্য / দুর্দান্ত ভালো চলেছে।

4. Tomb Raider মন্তব্য / ভালোই চলেছে।

5. Pubg মন্তব্য/ মোটামুটি ভাবে চলেছে।

6. Red dead redemption 2 মন্তব্য/ চলে তবে অনেকটাই স্লো।

7. Hitman Absolution মন্তব্য/  সুপার ফাস্ট খুবই ভালো।

8. GTA 5 মন্তব্য / মোটামুটি কোনরকম চলেছে।


উপরের এই আটটি গেমসই আমি এই প্রেসেসরে চালিয়ে দেখেছি খুবই ভালো পারফর্মেন্স পেয়েছি i3 7th gen এর তুলনায় Core i5 7th এ।


এখানে আমি কয়েকটি গেমসের কথা বললাম এগুলো ছাড়াও আমি বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং এবং ফটো এডিটিং এর সফটওয়্যার চালিয়ে দেখেছি এ প্রসেসরে খুবই ভালো পারফরম্যান্স করেছে বিশেষ করে এডোবি প্রিমিয়ার প্রো টা চালাইতে আপনাদের অনেক বেশি মজা পাবেন এবং খুবই দ্রুত ভিডিও রেন্ডারিং হয় এককথায় পারফরম্যান্স মোটামুটি অনেকটাই ভাল ছিল গ্রাফিক্স কার্ড ছাড়াই। সফটওয়্যার ভিতরে যে সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করেছি এর প্রসেসর টা তে সেগুলো আমরা একটু দিয়ে রাখে নিচের সংক্ষেপে।  


Adobe Premiere Pro, Photoshop, Illustrator, Camtasia, sony Vegas Pro, ইত্যাদি Video & Photo Editor সফটওয়্যার গুলো।


আশা করছি বুঝতে পেরেছেন যেই একটি গ্রাফিক্স কার্ড ছাড়াই শুধুমাত্র প্রসেসরের সাথে থাকা Build in গ্রাফিক্স দিয়েও অনেক ভালো ভালো এডিটিং এবং গেমস খেলার সম্ভব তাছাড়া আপনারা যারা জানতে চেয়েছিলাম যে intel core i5 7th 7500T এই মডেলের প্রসেসর টা কেমন তাদের উত্তরও আশা করি পেয়ে গেছেন। 


তাছাড়া আরও অনেকেই বলেন যে এরকম একটা পিসির সাথে যদি আমরা একটা আলাদা গ্রাফিক্স কার্ড লাগাই তাহলে কেমন হয় আমি আপনাদেরকে বলবো আপনারা গ্রাফিক্স কার্ড নেয়ার আগে একটু চিন্তা ভাবনা করুন যে আপনার গ্রাফিক্স কার্ড এর প্রয়োজন আছে কি না যদি আপনার গ্রাফিক্স কার্ডের প্রয়োজন থাকে ওইরকম টাকাও যদি আপনার কাছে থাকে তাহলে আপনি শুধুমাত্র গ্রাফিক্স কার্ড নিবেন এছাড়া আমি মনে করি ইন্টেলের যে build in গ্রাফিক্স প্রসেসরের সাথে দিয়ে থাকে সেই গ্রাফিক্স আপনার জন্য যথেষ্ট হবে (সাধারন ইউজ করলে) এক্ষেত্রে চেষ্টা করবেন যেন ইন্টেলের সর্বনিম্ন HD 630 এর গ্রাফিক্স যেন হয়। তাহলে আপনি সব ধরনের মর্ডান গেমসগুলো খেলতে পারবেন। 


আমি আমার পিসির প্রসেসর টা আপলোড করলাম এই জন্যই ট্রিট উইডথ অর্থাৎ পিছনের যত পুরাতন গেমসগুলো আছে সবকিছুই আমি খেলতে পারতাম কিন্তু নতুন মর্ডান লেটেস্ট গেম গুলা আছে সেগুলা এই প্রচারের মাধ্যমে খুলতে পারছিলাম না তাই শুধুমাত্র আমি আগে প্রস্রাব করেন নতুন প্রজন্মের মডেম গেমসগুলো খেলার জন্য আশা করি বুঝতে পেরেছেন যে এই মডেলের প্রবক্তা আপনাকে কতটা পাওয়ারফুল এডিটিং এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা দিতে পারে। 




ধন্যবাদ সবাইকে আজকের এই পোস্ট টা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য। আপনারা টেকনোলজি সম্পর্কে আর কোন কোন বিষয় জানতে চাচ্ছে তো আমাদের এই কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। তাহলে আমরা চেষ্টা করব পরবর্তী আর্টিকেলে আপনার বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য ইনশাআল্লাহ। 


আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আপনার প্রতি দিন আমাদের এই সাইটটি ভিজিট করবেন কেননা এই সাইটের ভিতরে নতুন নতুন সব টেকনোলজি সম্পর্কে আমরা লেটেস্ট আপডেট গুলো দিয়ে থাকি তাছাড়া আপনার যেকোনো বিষয়ে জানার জন্য আমাদেরকে জানাতে পারেন করতে পারেন। 


আসসালামু আলাইকুম।

Post a Comment

Previous Post Next Post

Ads in post 4

Ads in post 5