Xiaomi Redmi 10 অবশেষে বাংলাদেশের বাজারে লঞ্চ হলো। জেনে নিন দাম এবং বিস্তারিত। Mobile Review

Diskbd.com

Redmi 10 অবশেষে বাংলাদেশের বাজারে লঞ্চ হলো। জেনে নিন দাম এবং বিস্তারিত।


অনেক জল্পনা-কল্পনার পরে অবশেষে রিলিজ হলো  বাংলাদেশের বাজারে Xiaomi Redmi 10।  এই জনপ্রিয় দুর্দান্ত পারফরম্যান্স করার সেটটি নিয়ে অনেকেরই প্রশ্ন এবং অনেক কিছু জানার ছিল এসব কিছুই আজকের এই পোস্টে আপনারা পেয়ে যাবেন।  শাওমি একের পর এক নতুন নতুন স্মার্টফোন বাজারে ছাড়ছে যা কম বাজেটের ভিতর যারা সেট কিনতে চায় তাদেরকে আকৃষ্ট করেছে এবং তারা অনেক সাড়া পেয়েছে শাওমির নতুন নতুন স্মার্টফোন বাজারে আসাতে।


আমরা আজকে যেই স্মার্টফোনটি নিয়ে কথা বলব সেই যেটা হচ্ছে শাওমি রেডমি টেন বর্তমান সময়ে এই সেটের দাম বাংলাদেশে কত ধরা হয়েছে এবং এক্সেপ্টেড এই মুহূর্তে অন্য আর কোন কোন ফোনের সাথে সামঞ্জস্যপূর্ণ বা আপনি এই প্রাইস রেঞ্জের ভিতরে আর কোন কোন ভাল স্মার্ট ফোন পাবেন সেটাও আমরা আজকের এই পোস্টে আলোচনা করার চেষ্টা করব।


প্রথমে আমরা বলে দেই চাই এই বর্তমান সময়ের নতুন সেটের প্রাইস বাংলাদেশ ধরা হয়েছে মাত্র 16 হাজার টাকা। তো এবার চলুন আমরা এই নতুন স্মার্টফোন টির হার্ডওয়ার সেকশন এবং এই ফোনটিতে কি ধরনের প্রসেসর ব্যবহার করা হয়েছে বিস্তারিত সব কিছু জেনেনেই।



  • Xiaomi Redmi 10 Hardware:


নতুন এই স্মার্টফোনটিতে mediaTek helio g88 এর একেবারে নতুন একটি চিপসেট বা প্রসেসর ব্যবহার করা হয়েছে যেটা এর আগে অন্য কোন স্মার্টফোনে ব্যবহার করা হয়নি। যার ফলে এই স্মার্টফোনটি আপনাকে নতুন একটা অভিজ্ঞতা দিবে এবং বুঝতে পারবেন যে এই নতুন প্রসেসর এর পারফরম্যান্স কেমন। অনেকেই আবার মিডিয়াটেকের প্রসেসরগুলোর ওপর অনেক প্রশ্ন তোলেন যে এই প্রসেসরগুলো বেশি একটা ভালো না এগুলো কিছুদিন ব্যবহার করার পর এদের পারফরম্যান্স ড্রপ করে! তাছাড়াও আরও বিভিন্ন ধরনের সমস্যার কথা আপনারা বলতেন মিডিয়াটেকের প্রসেসরগুলোর ক্ষেত্রে কিন্তু এই 2021 সালে এসে এখন আর এই চিন্তা করতে হবেনা! আগের দিন ভুলে যান কারন ধীরে ধীরে যুগের সাথে তাল মিলিয়ে সবকিছুই আপডেট হচ্ছে সেই সাথে তাল মিলিয়ে মিডিয়াটেকের প্রসেসরগুলো কিন্তু অনেক কিছু আপডেট এনেছে তাদের অথচ যার কারণে এখন আর আগের মতো কিছুদিন ব্যবহার করার পর পারফর্মেন্স কমে যায়না ফোনগুলোর! তাই এটা নিয়ে চিন্তার কিছু নেই!


তবে এই ফোনটা ব্যবহার করে আপনারা একটু অন্যরকম মজা পাবেন কেননা সম্পূর্ণ নতুন একটি প্রসেসর এই স্মার্ট ফোন টার ভিতরে আপনারা পাচ্ছেন মিডিয়াটেক কোম্পানির (G- Gaming) সিরিজের G88 গেমিং চিপসেট যা সম্পূর্ণ নতুন একটি চিপসেট এবং এটার মাধ্যমে আপনি নতুন অভিজ্ঞতা পাবেন স্মার্টফোন চালিয়ে।


  • Xiaomi Redmi 10 - Ram: 

এই ফোনটিতে র্যাম হিসাবে আপনার দুইটা ভেরিয়েন্ট পাবেন , একটা হচ্ছে 4Gb Ram / 64Gb Rom, এবং এর আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 6Gb Ram / 128 Gb Rom, এই হচ্ছে দুইটা ভেরিয়েন্ট।
তবে এখানে আমি আমার পার্সোনাল কিছু মতামত দেই আপনার যখন স্মার্টফোন কিনবেন তখন অবশ্যই ফোন মেমোরি বেশি দেখে কিনবেন।

কারণ হচ্ছে বর্তমান সময়ে স্মার্টফোনের যত সফটওয়্যার অ্যাপস গেমস যা কিছু বলেন না কেন প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু অনেক বেশি  সাইজের হয়ে থাকে এ ক্ষেত্রে যদি আপনি খুব কম ফোন মেমোরি অল স্মার্ট ফোন কিনেন সেক্ষেত্রে আপনার কিছুটা প্রবলেম হতে পারে তবে যদি আপনি মিনিমাম 128gb ফোন মেমোরি দেন তাহলে অনায়াসে আপনি আপনার স্মার্টফোনটিকে অনেক এপ্লিকেশন ইন্সটল করতে পারবেন অনেক ভিডিও অডিও সবকিছুই কিন্তু একবারে মন মত চালাতে পারবেন যদি আপনার ফোন মেমোরি বেশী থাকে।  বেশি না আজকে থেকে যদি আমরা পাঁচ বছর পিছনের দিকে তাকাই তাহলে তখন যে সমস্ত স্মার্টফোন বাজারে ছিল প্রত্যেকটি স্মার্টফোনের ক্যামেরা দিয়ে যদি আপনার একটা ফটো তুলতে তাহলে সেই ফটোর সাইজ সর্বোচ্চ 500kb অথবা 1mb হতো কিন্তু এখন 2021 সালের ভিতর যত স্মার্টফোন বের হয়েছে তার যেকোনো ফোন দিয়ে আপনি যদি একটা ছবি ক্লিক করেন তাহলে সেই ছবির সাইজ কমপক্ষে 5 এমবি থেকে 10mb হবেই বুঝতে পারছেন যে আপনার মোবাইলের ফোন মেমোরি কতটা গুরুত্বপূর্ণ এই বর্তমান সময়ে! যেটি এই ফোনের ভিতর আছে।


ঠিক এই কারণগুলো থেকে কিন্তু আমি আপনাদের কে সাজেস্ট করছি যে আপনারা স্মার্টফোন কেনার সময় অবশ্যই সেই ফোনের ফোনমেমোরি বেশি দেখে কিনবেন।


আর যদি আপনারা টাকা বাঁচিয়ে সেই স্মার্টফোনের জন্য আলাদা একটি SD Card কিনে রাখেন তাহলে সেটাও  ব্যবহার করতে পারেন কিন্তু সেটা ব্যবহার করা তেমন একটা সুবিধার হবে না কেননা ফোন মেমোরি যতটুকু পাওয়ার এবং Speed এর সাথে কাজ করবে ফোনের জন্য অতটা পাওয়ার আপনার Memory (SD) Card অর্থাৎ আলাদা মেমোরি সেটা দিতে পারবে না। আশা করছি ফোনের Ram & Rom সম্পর্কে আপনারা কিছুটা ধারণা পেয়েছেন এবং এই স্মার্টফোনটিতে  অনেক বেশি ফোন মেমোরি সিস্টেম রাখা হয়েছে। আপনার যেটা পছন্দ সেটাই নিতে পারেন তবে আমার সাজেশন সর্বনিম্ন 128gb ফোন মেমোরি নিবেন।


  •  Redmi 10 Camera:


দারুন এই স্মার্টফোনটিতে একসাথে চারটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে যার প্রাইমারি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল যা আপনাকে অবাক করবে এবং যার কোয়ালিটি খুবই অসাধারণ অন্তত এই প্রাইস রেঞ্জের ভিতরে এত সুন্দর ফটো কোয়ালিটি অন্যকোন স্মার্টফোনে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি তবে আরো যে সমস্ত স্মার্টফোন কোম্পানি গুলো আছে তারা চেষ্টা চালাচ্ছে এর থেকেও আরো বেটার কিছু ক্যামেরা দেয়ার জন্য।

তবে সব ফোনের সব কিছুই যে ভাল হবে এমন নয়। এই ফোনেরও কিছু খারাপ দিক রয়েছে আমি এবার সেগুলো নিয়ে কিছু কথা বলব এই ফোনটির ভিতরেই যেই ক্যামেরা মডিউল ব্যবহার করা হয়েছে তার প্রথম যেই প্রাইমারি ক্যামেরাটা দিয়েছে সেখানে ফটো কোয়ালিটি মোটামুটি চলে তবে এখানে যে ভিডিও কোয়ালিটি এবং রেজুলেশন সেটা আপনাকে একটু হতাশ করবে কেননা এই ফোনটিতে কোন ইমেজ স্ট্যাবিলাইজেশন নেই যেটা ভিডিওতে আমরা দেখতে পারি সাধারণ ফোনগুলোতে।  তাছাড়া আপনারা এই ফোনটির বাকি যে তিনটি ক্যামেরা দেখতে পাচ্ছেন সেগুলোর দুইটি হচ্ছে সেন্সর আর আরেকটি হচ্ছে ক্যামেরা তো এই জিনিসটা অনেকে দেখে অবাক হবেন কেননা এই ফোনটিতে আপনারা ক্যামেরার পাচ্ছেন চারটি অথচ কাজে লাগছে মাত্র একটি ক্যামেরা ক্যামেরা এখানে দেয়া হয়েছে তার একটি হচ্ছে দেব সেন্সর আরেকটি হচ্ছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং আরেকটি এমনি দেয়া হয়েছে।

তো সবমিলিয়ে মোটামুটি এই দামের ভিতরে ক্যামেরা তারপর পিকচার, ভিডিও কোয়ালিটি মোটামুটি খুব ভালোও না আবার খুব খারাপও না! চলে মোটামুটি এরকম টাইপের।

Xiaomi Redmi 10 Design :

বিশ্বাস করেন বন্ধুরা এই ফোনের সবচেয়ে আকর্ষণীয় এবং এই ফোনটির ব্যাপারে সবাই এত কথা বলছে তার আরো বড় একটি কারণ হচ্ছে এই ফোনের ডিজাইন এবং লুকিং এককথায় অসাধারণ!

কারণ এই প্রাইস রেঞ্জের ভিতরে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সেট অথবা ডিজাইন ওয়ালা ফোন আপনি খুব কমই পাবেন যার কারণে এই ফোনটি নিয়ে সবার ভিতর একটি আনন্দ অনুভব হচ্ছে বা মজা লাগছে। অর্থাৎ যদি এক কথাই এর ডিজাইন সম্পর্কে কথা বলি তাহলে এই ফোনটি আপনি হাতে নিয়ে খুবই হালকা এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফোন মনে হবে যেটাকে আমরা বড় বড় দামি ফ্ল্যাগশিপ ফোনের সাথে তুলনা করতে পারি এই মিড রেঞ্জের এই শাওমি রেডমি ১০ ফোনের সাথে।  তোর ডিজাইন নিয়ে কারো কোনো টেনশন করার কথাই না কেননা যে কারো মনকে জয় করে নিতে পারে এই ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি।


  • Xiaomi Redmi 10 Battery :


দারুন এই ফোনটির ভিতরে আপনি বিশাল বড় একটি ব্যাটারি পেয়ে যাবেন যার এম্পিয়ার হচ্ছে 5000 mah। এবং এই দুর্দান্ত ব্যাকআপ এর ব্যাটারি তৈরি হয়েছে এর lithium polymer দিয়ে যেটার দীর্ঘস্থায়ী এবং অনেকদিন টিকসই।


বর্তমান সময়ে যে সমস্ত স্মার্টফোনগুলোতে লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হচ্ছে সেই ফোনগুলো ব্যাটারির অবস্থান খুবই ছোট হচ্ছে যার কারণেই সেগুলো তো চার্জ করতে অনেক সহজ হচ্ছে ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি পাচ্ছে এবং সেগুলো আপনার ফোনটিকে সুন্দর মত কম্প্রোমাইজ করে একটা combo করে রাখতে সহায়তা করছে এই পলিমার ব্যাটারি ব্যবহার করার কারণে।  আশা করি আপনাদের ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোন টেনশনই করা লাগবে না।


এবার আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলি এই স্মার্টফোনটি আমি প্রায় 10 দিনের মত ব্যবহার করেছি এবং 10 দিনের মত ব্যবহার করার পর যা বুঝতে পারলাম এই ফোনটিতে অনায়াসে একবার ফুল চার্জ দেওয়ার পর দুইদিন ব্যাকআপ পেয়ে যাবেন। এতএব ব্যাটারি নিয়ে আপনার কোনো টেনশন না করলেও চলবে তাছাড়া যদি আপনার ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় এই ব্যাটারীতে চার্জ করার জন্য বক্সের ভিতরে পেয়ে যাবেন 18 ওয়ার্ডের ফাস্ট চার্জার যা মাত্র 1 ঘন্টা 30 মিনিট এর ভিতর 5000mh ব্যাটারি টা কে ফুল চার্জ করে দিতে সক্ষম।

সর্বোপরি যে কথাটা না বললেই নয় এই দুর্দান্ত স্মার্টফোনটি বাজারে লঞ্চ হয়ে গেছে অলরেডি এবং এই স্মার্টফোনটির দাম কত ধরা হয়েছে সেটাও আমরা এই পোস্টের ভেতর বলে দিলাম এবং ফোনটির ভিতরে কি ধরনের ব্যাটারি এবং ফোনটি আপনি নিলে কতদিন ব্যবহার করতে পারবেন! ফোনের ভিতরে কি ধরনের প্রসেসর ব্যবহার করা হয়েছে!  ইত্যাদিঃ এক কথায় যাবতীয় সব কিছু কিন্তু আমরা এই পোস্টের ভিতরে আলোচনা করার চেষ্টা করেছি এবং আপনাদেরকে বুঝেছি। তোর নতুন নতুন স্মার্টফোন এর রিভিউ পেতে আমাদের Diskbd.com এই সাইটে নিয়মিত আপনাদেরকে ভিজিট করতে হবে এবং নতুন নতুন আর্টিকেল পড়ে টেকনোলজির এই দুনিয়ায় সবকিছু আপনাদেরকে জানতে হবে।  এবং সেই চেষ্টায় আমরা করে যাচ্ছি।


আজকের এই মোবাইল রিভিউ টি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার জন্য এবং আপনারা নেক্সটে কোন ফোন নিয়ে রিচার্জ এবং কোন ফলের কি স্পেসিফিকেশন জানতে চান সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তাহলে আমরা সেটা নিয়ে একটা পোষ্ট বা আর্টিকেল লিখার চেষ্টা করব। আজকের মত এখানেই বিদায় আল্লাহ হাফেজ।


Post a Comment

Previous Post Next Post

Ads in post 4

Ads in post 5