হুবহু কম্পিউটারের মত ব্রাউজিং করুন আপনার এন্ড্রয়েড ফোনে। সাথে দারুন সব ফিচার! Puffin Browser
আস্সালামু-আলাইকুম সুপ্রিয় বন্ধু এবং ভাই বোনেরা।
আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকের এই পোস্টে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে সেম টু সেম হুবহু কম্পিউটারের মত ব্রাউজ করবেন আপনার এন্ড্রয়েড ফোনে। আমরা ব্রাউজিং করার সময় অনেক টাইমে বিশেষ প্রয়োজনে কম্পিউটারের মতই করতে হয়।
কারণ:- মোবাইলে যখন আমরা ব্রাউজিং করি তখন এমন এমন কিছু লে-আউট অথবা ওয়েবসাইটের ইন্টারফেস আছে যেগুলো কম্পিউটার ছাড়া মোবাইলে যদি ব্রাউজ করেন সেগুলো আপনি দেখতে পারবেন না! যেমন আপনি যদি কোন ব্লগ সাইট অথবা ওয়াডপ্রেস এ কাজ করেন তাহলে কিন্তু আপনি এই কাজগুলা সহজে করতে পারবেন না আপনার মোবাইলের ব্রাউজার দিয়ে। সেটাপ যত বড় ব্রাউজারই হোক না কেন!
তাছাড়া যদি আপনি কোন নিউজ অথবা কাজ করতে জান ব্রাউজিং রিলেটেড তখন কোন কিছুই মিস করবেন আপনার মোবাইলের ব্রাউজারে। এটার পার্থক্য আপনি তখনই বুঝতে পারবেন যখন একই সাইট কম্পিউটারে এবং আপনার মোবাইলে দুই জায়গায় একই সাথে ওপেন করবেন তখন। তারপর অনেক সময় বিভিন্ন ব্রাউজারে গেলে মাউসের যে ফিচারটা কম্পিউটার আমরা দেখতে পাই সেই ফিচার আমাদের খুবই জরুরি হয়ে যায় কিন্তু মোবাইলে তো আর মাউসের কাজ হবে না। এই ধরুন আপনি কোন একটা লেআউটকে টেনে ধরে এনে আরেক জায়গায় ছাড়তে চাচ্ছেন অথবা থেকে সুন্দর মত সাজাতে চাচ্ছেন তখন কিন্তু আপনি মাউস ছাড়া ওয়েব ব্রাউজারে কোনমতেই আপনার আঙ্গুলে ক্লিক করে ধরে এনে তাকে drag-and-drop করতে পারবেন না। এটার জন্য কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই ওয়েব ব্রাউজারে মাউসের ফিচার থাকা অত্যাবশ্যকীয়! কিন্তু এরকম মাউস ওয়ালা ব্রাউজার আমরা খুব কমই দেখি।
কিন্তু এরকম মাউসের ফিচার সহ আরো অনেক ইন্টারেস্টিং ফিচার ওয়ালা ব্রাউজার আমরা খুব কমই দেখিতো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে "Puffin Browser"। এই ব্রাউজারটি আমরা প্রায় সবাই হয়তো কম বেশি ইউজ করেছিলাম। তবে আজকের এই পোষ্ট একটু ব্যতিক্রম আজকের এই পোষ্ট টি আপনার ব্রাউজারের কিছু ইন্টারেস্টিং ফিচার এবং ব্রাউজারে কিভাবে কম্পিউটারের মত হুবহু ব্রাউজ করবেন বিস্তারিত সবকিছু ডিটেলস আমি আপনাদেরকে বলবো।
প্রথমে আসি কিভাবে কম্পিউটারের মত ব্রাউজ করবেন! এবং এই অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন?
অনেকেই আবার কমেন্ট বক্সে লেখেন যে এখনতো যেকোন ব্রাউজারে ভিতরেই ডেক্সটপ মোড নামে একটা আলাদা অপশন থাকে। সেখানে গিয়ে এই অপশন টা অন করে দিলেই তো যেকোন ব্রাউজারে ডেক্সটপ মোড হয়ে যায় আসলে বন্ধুরা এটা কিন্তু হয় এটা আমিও মানছি তবে আপনি যে ফিচারগুলো পাবেন না এই সমস্ত ব্রাউজারে সেটি হচ্ছে মাউস ফিচার কিবোর্ড ফিচার কপি-পেস্টের ফিচার। আর আপনি যদি কোডিং নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কোডিংয়ের কাজ করার যে সমস্ত ফিচারের প্রয়োজন যেমন মাউসের লেফট রাইট বাটনের ব্যবহার মাউস হিসাবে এই অপশনের কাজ গুলা কিন্তু আপনি কোন ব্রাউজারে করতে পারবেন না সহজেই। তবে এখন আমি আপনাদেরকে সেই ব্রাউজার টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটার ভিতরে কিন্তু আপনার এই মাউসের লেফট রাইট বাটনে ক্লিক করে তারপর ইস ক্লিন করা সহ যাবতীয় মাউস দিয়ে যত ধরনের কাজ করা যায় সব কাজ করতে পারবেন। চলুন আর দেরি কিসের আমরা সেই অসাধারণ ব্রাউজারটির ফিচারস নিয়ে কথা বলি এবং জেনে নেই।
এই অসাধারণ ব্রাউজিং অ্যাপ্লিকেশনটি আপনার গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন! এবং সেখানে গিয়ে আপনারা লিখবেন যে "Puffin Browser" এটা লিখে সার্চ করলে প্রথম যেই অ্যাপ্লিকেশনটি আসবে সেটি ইন্সটল করবেন! তারপর একরাশ সরাসরি এপ্লিকেশনটা ওপেন করার পর যা যা সেটআপ করার সেগুলো একেবারে সিম্পল হয় সেগুলো আপনারা নিজেই করে নিতে পারবেন।
এই ব্রাউজার থেকে কিভাবে হুবহু কম্পিউটারের মত সেটিং করে রাখবেন পার্মানেন্টলি অর্থাৎ আপনি যখনই কোন ওয়েব সার্চ করবেন অথবা যাই করেন না কেন সেটা হুবুহু ডেক্সটপ এর মত করে পেজ ভিউ হবে। এটা করার জন্য আপনাদেরকে ছোট্ট একটা ট্রিক্স কাজে লাগাতে হবে আপনারা দেখবেন যে পাফিন ব্রাউজার এর একেবারে উপরের ডান পাশে কর্নারে "(...)" এর মত একটা আইকন আছে সেখানে ক্লিক করলে আপনারা দেখবেন যে একেবারে ডানদিকে সেটিং এর মত একটা টাইকন আছে সেখানে ক্লিক করবেন! সেখানে ক্লিক করলে আপনাদেরকে এই পাফিন ব্রাউজার এর এডভান্স সেটিং এ নিয়ে যাবে তো ওইখানে আপনাদেরকে গুরুত্ব এবং মনোযোগ সহকারে কিছু কাজ করতে হবে।
তো সেটিং এ আসার পরে আপনারা দেখবেন যে ওই খানে লেখা আছে "Website Preference" এই লেখাটা তে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা আরও দুইটা অপশন দেখতে পারবেন।
1: Request Desktop Site
2: Mobile - Friendly View
এখান থেকে উপরের যে অপশনটা রিকোয়েস্ট দেক্সটপ সাইজ এই অপশনটা আপনারা পার্মানেন্ট সিলেক্ট করে দিবেন! ব্যাস আপনার কাজ শেষ। এই অপশনটা সিলেক্ট করার পর থেকে আপনি আপনার এই ব্রাউজারে থাকা অবস্থায় যেকোন কিছু সার্চ করেন না কেন সেটা অটোমেটিক ডেক্সটপ আকারে Show হবে। দারুন একটি ফিচার।
আরো একটি দারুন ফিচার নিয়ে আপনারা অনেকেই বলেছেন যেহেতু কম্পিউটারের মত ব্রাউজ করা যাবে তাহলে কম্পিউটারে যেরকম মাউস থাকে এই ব্রাউজারে মাউস কোথায়? হায় বন্ধুরা আপনাদের এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে এবং আমি টিউটোরিয়াল আকারে এখন দেখাবো যে কিভাবে যেকোন ব্রাউজারে ব্রাউজ করার সময় কমিটি কিভাবে আপনি মাউস অপশন চালু করবেন এবং মাউস এর মাধ্যমে কিভাবে কম্পিউটারের মতো কাজ করতে পারেন। এই দারুণ ফিচারটি চালু করার জন্য আপনাদেরকে আরও একটি ছোট্ট কাজ করতে হবে ওই যে উপরের প্রসেস যেভাবে ছিলো এটা অনেকটাই ঐরকম তবে এখানে এত বেশি সেটিং করতে হবে না একেবারেই ছোট্ট একটা সেটিং করে দিলে কিন্তু আপনি সেই মাউসের অসাধারণ সব ফিচার এবং মজা উপভোগ করতে পারবেন এই ব্রাউজারটি ভিতরের।
তো এই মাউসের ফিচারটা অন করার জন্য আপনাদেরকে একেবারে উপরের ডান পাশে কর্নারে "... " এর মত একটি আইকন দেখতে পাবেন সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক দিলে একেবারে নিচের দিকে দেখবেন অনেকগুলো অপশন আসবে ঐখানে থেকে একটা অপশন আছে "Mouse" ! তো আপনারা এই অপশনটির উপরে ক্লিক দিয়ে এটাকে অন করে দিবেন! আর এটা ডিফল্ট ভাবে অফ করা থাকে। ফোন করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনেই মাউসটা কিভাবে ব্যবহার করতে হবে সেটার একটা ইউজার ম্যানুয়াল অটোমেটিক আপনার স্ক্রিনে আসবে যেটা দেখে আপনার সম্পূর্ণ টিউটোরিয়াল দেখে নিতে পারবেন মোবাইলের স্ক্রিনের ভিতর থেকে কিভাবে সঠিকভাবে পরিচালনা করা যায়।
ব্যাস আপনার কাজ শেষ এবার ধুমছে কম্পিউটারের মত ব্রাউজ করতে থাকুন সাথে দারুন সব ফিচারের উম্মা উসের ইস স্পেশাল ফ্যাসিলিটি আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন। আপনাদের এই পোষ্টটা অনেক ভালো লাগবে যদি এই পোস্টটা ভাল লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেননা আপনারা যদি একটা কমেন্ট করেন তাহলে কিন্তু আমাদের উৎসাহ আরো কয়েকগুণ বেড়ে যায়! এরকম আর কোন কোন বিষয়ে আপনারা এরকম তারণ সব আইডিয়া এবং টেকনোলজি সম্পর্কে জানতে চান সেটা আমাদেরকে জানাতে পারেন।
সর্বোপরি ধন্যবাদ সবাইকে এত ধৈর্য্য সহকারে এই সম্পূর্ণ পড়া শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য আমাদের এই সাইটে আরো অনেক এরকম পোস্ট আছে যেগুলা ধরা পড়ে অনেক কিছু শিখতে পারবেন।