YouTube Shorts নাকি Long Videos কোনটাতে ইনকাম বেশী? কোনটাতে বেশী সময় দেয়া উচিত?
আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই পোস্টে আমরা কথা বলব ইউটিউব এর নতুন একটি আপডেট YOUTUBE SHORTS নিয়ে! সদ্য ইউটিউব আপডেট নতুন করে এনাউন্স করেছে এখন থেকে ইউটিউব এর SHORTS Video দিয়েও সাধারণ ভিডিওর মতো ইনকাম করা যাবে! এখন আমরা যারা সাধারন বড় ইউটিউবার আছি, যারা অনেক আগে থেকেই 3 মিনিট, 5 মিনিট, এবং 10 মিনিটের পর্যন্ত ভিডিও আমরা বানিয়ে থাকি আমাদের তাহলে কি হবে! আমাদেরও কি ঠিক এই শর্টস ভিডিও থেকে ইনকাম হবে? জ্বী! এর চাইতেও আরো বেশি ইনকাম হবে ইউটিউব ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব তার একটি বিষয় হচ্ছে (ইউটিউব শর্টস) ভিডিওতে বেশি সময় দিব নাকি নরমাল ইউটিউব বড় দির্ঘতম Video তে বেশি সময় দিব? কোনটা আমার জন্যে বেশি লাভ? কোনটাতে ভিউ Wachtime বা Subscribe বেশি পাওয়া যাবে? কোনটা থেকে ইনকাম অনেক বেশি হবে? জানতে চাইলে সম্পূর্ণ পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে পড়তে হবে?
যখনই ইউটিউব এর পক্ষ থেকে YouTube Snorts নিয়ে আপডেট আসে তখনই কিন্তু অনেকেই আমাকে কমেন্ট বক্সে বলেছেন যে ভাই ইউটিউব শর্টের এই ইনকামের নতুন আপডেট নিয়ে আপনি কিছু বলেন। তো তাদের জন্য আজকের এই পোস্ট টা তাছাড়া যারা ভবিষ্যতে (ইউটিউব শর্ট) নিয়ে কাজ করতে চান তারাও আমার আজকের পোষ্ট পড়তে পারেন। কেননা আজকের এই পোস্টটি আমি বলব যে YOUTUBE SHORTS এ বেশী সুবিধা? নাকি ইউটিউব এর নরমাল আমরা যেরকম লম্বা সময়ের Video দেই সেগুলোতে? চলুন আরো জানি এবিষয়ে।
ইনকামের জন্য এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই কনফিউজ আছেন তো আজকের এই পোস্টটা পড়লে সবকিছু বুঝতে পারবেন এবং আমি আপনাদেরকে আমার পার্সোনাল মতামত ও অভিজ্ঞতা থেকে বলবো। চলুন দুইটার সুবিধা ও অসুভিধা জেনে নেই।
তো অনেকেই কিন্তু মনে করে থাকেন যে সাধারণ ইউটিউব Video গুলো থেকে ইউটিউব এর SHORTS Video তে অনেক বেশি ভিউজ আসে এবং বেশি পরিমাণ Subscribe পাওয়া যায় ওই Short's থেকে। কিন্তু আমরা বাস্তবে দেখছি! যদি আমরা ইউটিউব Short's এর কথা বলি তাহলে আমরাই ইউটিউবের সবচেয়ে অধিক ভিউ হওয়া ভিডিও গুলোই ইউটিউব Short's এর।
ইউটিউব Short's ভিডিওগুলা ভাইরাল হয় তার অধিকাংশই লিমিটেড ক্যাটাগরির ভিডিওগুলা থাকে! যেমন: Cooking, Street Food, Funny Video, Fact Video, ইত্যাদি সহ বেশকিছু ক্যাটাগরির ভিডিও কিন্তু সবচেয়ে বেশি ভাইরাল হয়ে থাকে ইউটিউব Short's এর উপরের এই ক্যাটাগরির ভিতরে যদি কোন একটা ক্যাটেগরির বিষয়ে যদি আপনি পারদর্শী বা অভিজ্ঞ হয়ে থাকেন তবে ইউটিউব Short's এ আপনি এই রিলেটেড চ্যানেল খুলে ইনকাম করতে পারবেন Short's ভিডিও দিয়ে।
অপরদিকে যদি আমরা Youtube-এর সাধারণ Long ভিডিওগুলো দেখি সেগুলোতে কিন্তু এডুকেশন রিলেটেড, তারপর টিউটোরিয়াল, টেক, এক্সপেরিমেন্টাল, মোবাইল রিভিউ, তারপর যেকোন ধরনের গেজেট ইত্যাদি এই রিলেটেড যত ভিডিও আছে সেই ভিডিও গুলো কিন্তু ইউটিউব শর্টে একেবারেই চলবে না এবং ভিউজ একেবারেই কম আসবে। কেননা এই ভিডিওগুলা একমাত্র বড় দীর্ঘসময়ের ভিডিও গুলোতে বোঝানো সম্ভব এবং দেখানো সম্ভব কেননা আপনি ইউটিউব Short's এ সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে এক মিনিট এর ভিডিও দেখতে পারবেন যেটা দিয়ে আপনি সঠিকভাবে কোন একটা জিনিস ভালোমতো বুঝতে পারবেন না! অপরদিকে এই ভিডিও গুলোর জন্যই কিন্তু অবশ্যই আপনাকে ইউটিউব নরমাল বড় দৈর্ঘের ভিডিও অর্থাৎ দীর্ঘসময়ের যেই ভিডিও দেখতে হবে।।
কারণ হচ্ছে মাত্র 10 সেকেন্ড অথবা 20 সেকেন্ডের একটি SHORTS ভিডিওতে কখনোই সঠিকভাবে কোনকিছু বুঝানো সম্ভব না। এবং কোন এডুকেশন বা টিউটোরিয়াল আকারের যেকোনো কিছুই মাত্র 10 সেকেন্ডে সেকেন্ডে আপনি কিছুই বুঝবেন না অর্থাৎ ইউটিউব থেকে আপনি টিউটোরিয়াল অথবা টেকনোলজি রিলেটেড জিনিস খুব সহজে বুঝতে পারবেনা SHORTS ভিডিও দেখে! এর জন্য আপনাকে ইউটিউবে নরমাল Video আছে দীর্ঘসময়ের সেই টিউটরিয়াল আকারের ভিডিও গুলো দেখতে হবে তাহলে আপনি সঠিকভাবে এই জিনিসগুলো আয়ত্ত করতে পারবেন।
বর্তমানে ইউটিউব Short's সম্পর্কে যেই আপডেট গুলো এসেছে এর ভিতরে একটি দারুন পয়েন্ট সবার জন্য যেটি সেটি হচ্ছে ইউটিউব 2021 এবং 2022 সালের যারা সবচেয়ে বেশি ভালো মানের ইউটিউব Short's ভিডিও বানিয়ে নিতে পারবেন এবং সবচেয়ে বেশি যারা Veiw নিবেন তাদের জন্য ইউটিউব অনেক বড় বড় সব সুভিধা রেখেছে। এই ক্ষেত্রে কিন্তু ইউটিউব সার্চ অনেকটাই এগিয়ে তো আপনি এটার সাথে যদি সাধারন Video গুলো আছে ইউটিউবে অর্থাৎ দীর্ঘ সময় যে Video ভিডিওগুলো আছে ওটার সাথে যদি এটা তুলনা করেন তাহলে যেটা ফলাফল দেখতে পারবেন সেটা হচ্ছে - ইউটিউব এর নরমাল ভিডিও সেখানে এমনও মানুষ আছে যারা বছরের পর বছর কাজ করে যাচ্ছে অথচ তাদের কোনো ভিডিওই ভাইরাল হচ্ছেনা। অপরদিকে যদি আপনার ইউটিউব Shorts এ যদি মাত্র 10 থেকে 20 টা ভিডিও দেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিও থেকে অন্ততপক্ষে পাঁচটা Video ভাইরাল হবে। এবং সেখান থেকে ভিউ মিলিয়ন এর উপরে হবে! তবে এখানে আরেকটা কথা আছে ইউটিউব সোর্স থেকে যেই ভিডিওর ভিউ আসবে সেগুলো কিন্তু ইউটিউব মনিটাইজেশন পার্টনার প্রোগ্রাম সেখানে ওয়াচ টাইম হিসেবে কাউন্ট হবে না এ কথাটা ভালোমতো বুঝবেন।
তারপর ইউটিউব Short's এর আরেকটা সুবিধা হচ্ছে ইউটিউব করছে । কিন্তু আপনারা খুব তাড়াতাড়িই Rich করাতে পারবেন প্রত্যেকটা ভিডিও. ওপর আমরা যদি এটার সাথে ইউটিউবে ভিডিও গুলো আছে সেগুলো দেখি তাহলে ওইখানে দেখেন 10 মিনিট 20 মিনিটের ভিডিও বছরের-পর-বছর বানিয়েই যাচ্ছি অথচ কাজ হচ্ছেনা। অপরদিকে যদি আপনার ইউটিউব এর ব্যাপারটা দেখেন তাহলে কিন্তু খুব কম পরিশ্রমে কিন্তু আপনি আনতে পারবেন শুধুমাত্র ইউটিউব Short's ভিডিও বানিয়ে। এই সুযোগটাকে অনেকে কাজে লাগিয়ে নিজের ক্যারিয়ার গঠন করে নিতে পারেন চাইলে।
তো ইউটিউব এর এই নতুন ফিচারটি নিয়ে অনেক মজা হচ্ছ যদি আপনি ফিচারটি কে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি ইউটিউবে সফল হতে পারবেন বলে আমরা আশা রাখছি কারণ ইউটিউব থেকে চাইলে আপনি যদি একটা দুইটা ভিডিও মিলন ক্লাস বিয়েও হয়ে যায় ইউটিউব সোর্সের তাহলে কিন্তু আপনি সেই ইউটিউব চ্যানেলটি মনিটাইজ করে ইনকাম করতে পারবেন যেটা কিন্তু ইউটিউব নরমাল চ্যানেল সেখানে প্রায় অনেকটাই কঠিন ছিল।
ওপেন ইউটিউব এর নরমাল ইউটিউব চ্যানেল সেগুলো কিউট ছোট করে দেখার কোন সুযোগ নেই কারণ ইউটিউব এর নরমাল চ্যানেলের ভিডিও গুলো আছে সেগুলো কিন্তু অনেক বড় হয় যেমন পাঁচ মিনিট 6 মিনিটের ভিডিও থাকে ওইগুলো তেরি ভিডিও গুলোতে কিন্তু আপনি মাল্টিপল এডস সহ মাইন্ড রোল অ্যাডও বসাতে পারবেন। এখানে আপনার প্লাস পয়েন্ট আপনি এখান থেকে সসসস থেকেও অনেক বেশি ইনকাম করতে পারবেন যদি আপনার ভিডিও ভাইরাল হয়।
এক কথায় বলতে গেলে ইউটিউব এর এই দুইটা ফিচারই আমাদের জন্য অনেক সুবিধাজনক এবং এখান থেকে চাইলে আমরা অনেক টাকা ইনকাম করে নিতে পারব এই নতুন ইউটিউবে দুইটি ফিচার থেকে তো এখন কে কোনটাতে কাজ করবেন এবং কোন ক্যাটাগরি নিয়ে কোনটাতে কাজ করলে আপনারা বেশি বেনিফিট এবং বিশ্বের লাভ করতে পারবেন সেটা আমরা আজকের এই পোস্ট থেকে আলোচনা করলাম আশা করি যদি আপনি আমাদের এই পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও না করে থাকেন তাহলে এই বিষয়ে আপনি প্রপার নলেজ পেয়ে গেছেন! আমি এমন লোক দেখেছি যারা ইউটিউব থেকে মিলিয়ন মিলিয়ন ভিউ অলরেডি নিয়ে নিয়েছে তারা এখন তাদের ইউটিউব শরট চ্যানেলের জন্য মনিটাইজেশনের আবেদন করবে।
সবশেষে একটা কথাই বলবো আপনি যেটাতে কাজ করেন না কেন আগেই ইউটিউবে কাজ করেন কেননা ইউটিউবে হচ্ছে বাংলাদেশের সহ পৃথিবীর সবচেয়ে বড় একটি কোম্পানি যেটা গুগলের আন্ডারে চলে! এবং অনলাইনের জগতের সবচেয়ে বিশ্বস্ত এবং ট্রাস্তেদ খুবই ভালো কোয়ালিটির খুবই অসাধারণ মানের কনটেন্ট আপনি ইউটিউবে আপলোড দিয়ে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন! যেই সুযোগ কিন্তু অন্য আর কোন অনলাইন সাইট দিচ্ছে না! অবশেষে ইউটিউবে সময় কাজ করা শুরু করুন একদিন না একদিন সফল হবেন বলে আমরা আশা রাখছি। ইনশাআল্লাহ।
ধন্যবাদ, সবাইকে আজকের এই পোস্টটি এতক্ষন যাবৎ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য।