![]() |
Diskbd.com |
কিভাবে আপনার মোবাইলে ইন্টারনেটের গতি বৃদ্ধি করবেন? ইন্টারনেট স্পিড বাড়ানোর উপায়। How to increase internet speed on your mobile? Ways to increase internet speed.
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন? বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন না এমন লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না তবে আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তাদের প্রধান যে সমস্যা সেটা হচ্ছে ইন্টারনেটের স্পিড খুবই কম যে অভিযোগ তারা প্রত্যেকেই করেন। বিশেষ করে যারা স্মার্টফোনের মাধ্যমে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করে তাদের এই অভিযোগ টা বেশি শোনা যায়। diskbd.com
আর আমরা যারা ঘরে ব্রডব্যান্ড ব্যবহার করি তারা এরকম সমস্যাটা একটু কম face করি কারণ সরাসরি ব্রডব্যান্ড এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করলে তেমন ঝামেলা হয় না এবং নেটওয়ার্কের কোন ইস্যু থাকে না সেখানে। কিন্তু আপনি যদি ইন্টারনেট সিম দিয়ে ব্যবহার করেন তখন আপনার সিম অপারেটরের নেটওয়ার্কের টাওয়ার এর সাথে সংযোগ করা লাগে যার কারণে অনেক পাওয়ার খরচ করতে হয় প্লাস স্পিড অনেক কম পাওয়া যায়। মোবাইলে সিমের মাধ্যমে ইন্টারনেট চালালে এর স্পিড কম হওয়ার আরেকটি প্রধান কারণ হচ্ছে সেই অপারেটরের টাওয়ারের দূরত্ব ও টাওয়ারের দূরত্ব যত বেশি হবে আপনার ইন্টারনেট স্পিড তত কম হবে এর জন্য দেখবেন যে গ্রাম অঞ্চলের গেলে ঐখানে ইন্টারনেটের স্পিড খুবই কম কিন্তু যদি শহরের দিকে নজর করেন তাহলে দেখবেন যে সেখানে ইন্টারনেটের স্পিড খুবেই ভালো।
তো চলুন জেনে নেই যে আপনি গ্রামে থাকেন আর শহরে যেখানেই থাকেন না কেন আপনার মোবাইলে সিম দিয়ে যদি ইন্টারনেট ব্যবহার করে থাকেন সেই স্পিড কিভাবে বাড়াবেন? আসলেই কি এই বাড়ানোর কোন উপায় আছে!? অনেকেই আরেকটা প্রশ্ন করেন যে কিভাবে ব্রডব্যান্ড কানেকশন এর স্পিড বাড়ানো যায় অর্থাৎ যারা ওয়াইফাই ব্যবহার করে ইন্টারনেট চালান তাদের স্পিড কিভাবে আরো বাড়ানো যায়? চলুন এই প্রশ্নগুলোর কিছু উত্তর দিয়ে দিই সংক্ষেপে। diskbd
প্রথম কথা হচ্ছে যে আপনি শহরে থাকেন অথবা গ্রামে থাকেন ইন্টারনেট যদি আপনি সিমের মাধ্যমে ব্যবহার করেন তাহলে সেটা কি আদৌ বাড়ানো সম্ভব কিনা! এটার এক কথায় উত্তর হচ্ছে হ্যাঁ বাড়ানো সম্ভব এটা যদি আপনার নেটওয়ার্ক টাওয়ার এর কাছাকাছি হয় তাহলে। আর যদি নেটওয়ার্ক টাওয়ার এর অনেক বেশি দূরে হয়ে যায় তখন কিন্তু আপনার মোবাইলের স্পিড অতটা ভালো পাবেনা তবে আমরা যে টিপস গুলো নিচে দিব সেগুলো ফলো করলে কিছুটা হলেও স্পিড বাড়াতে পারবেন বলে আমরা আশা রাখছি।
এবার আসি ওয়াইফাই যারা ব্যাবহার করেন তাদের কথায় তো আপনারা যারা আমার এই পোস্ট টা পড়ছেন আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে ওয়াইফাই এর স্পিড বাড়ানো কি আসলেও সম্ভব কিনা এক কথায় উত্তর হচ্ছে ওয়াইফাই যদি আপনি ব্যবহার করেন তাহলে সেটা রিপিট কিন্তু আপনি বাড়াতে পারবেন না কারণ আপনি যেই কোম্পানির ব্রডব্যান্ড ব্যবহার করছেন সেই কোম্পানি আপনাকে একটা লিমিটেশন দিয়ে দিয়েছে যে আপনি এত (৫,১০,15,25,40,) MBPS এ ইন্টারনেট চালাতে পারবেন! এটা কোনোভাবেই বাড়ানো সম্ভব না! তবুও আমি আপনাদেরকে কিছু টিপস দিব যে টিপস গুলো ফলো করলে কিছুটা হলেও স্পিড বাড়াতে পারবেন যদি মনোযোগ সহকারে আজকের এই পোস্ট টা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন।
চলুন বিস্তারিত আলোচনা করা যাক।
১. মোবাইলে থাকা অপ্রয়োজনীয় কিছু অ্যাপ্লিকেশন ডিলিট করে দিতে হবে।
আপনারা অনেকেই মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন গেমস ইনস্টল করে রাখেন যেগুলো আপনার মোটেই কাজে আসে না বা দরকার নেই তবুও সেগুলো আপনার ফোনে রেখে দেন এটা কিন্তু মোটেই উচিত না। এর কারনে আপনার ফোন মেমোরি ফুল হয়ে যায়। যার ফলে মোবাইলটির ইন্টারনেট যতটুকু consume করার কথা ছিল ততটুকু সে করতে পারেনা। এর ফলে আপনার ইন্টারনেটের গতি কমে যায় এবং আপনার মোবাইল স্লো হয়ে যায় ! আর যখনই আপনি আপনার মোবাইল থেকে সেই অপ্রয়োজনীয় বড় হেবি অ্যাপ্লিকেশন গুলো ডিলিট করে দিবেন। ডিলিট করার পর কিন্তু আপনার মোবাইলের RAM অনেকটাই Free হয়ে যাবে এবং প্রসেসরের ক্ষমতা ও অনেকটা বেড়ে যাবে। যার কারণে খুব সহজেই ইন্টারনেট consume করতে পারবে আপনার মোবাইলটি। আশাকরি বুঝতে পেরেছেন যে অপ্রয়োজনীয় মোবাইলের রাখলে আপনার ইন্টারনেটের ওপর কি রকম প্রভাব পড়তে পারে!
২. মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল এবং ডাটা ডিলিট করে দিন।
ঠিক এই বিষয়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা আমি এর অনেকটাই আলোচনা করেছি প্রথমে! ফোনে বিভিন্ন ধরনের অডিও ভিডিও গান।এ ছারা বিভিন্ন গেমিং ফাইন রাখেন তখন আপনার মোবাইলের ফোন মেমোরি আছে সেটা খুব সংকীর্ণ হয়ে যায় অর্থাৎ কমে যায়। তখন কিন্তু সঠিক ভাবে আপনার মোবাইলটা পরিচালনা করতে বেগ পেতে হয় প্রসেসরের। তাই আমরা সবসময়ই রিকমেন্ডেশন করি যে ফোন মেমোরি সব সময় কিছু হলে ও ফাঁকা রাখতে, কেননা আপনার মোবাইলটি সবচেয়ে বেশি নির্ভর করে আপনার মোবাইলের ফোন মেমোরির ওপরে।
আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনার মোবাইলের ফোন মেমোরি টা ফুল করে রেখে তারপর সিমের মাধ্যমে ইন্টারনেট চালিয়ে দেখবেন, যে কতটা স্লো কাজ করছে ঠিক এর বিপরীতে আপনি যদি ফোন মেমোরি থেকে অনেকটাই খালি করে তারপর ইন্টারনেট চালান তখন দেখবেন যে ইন্টারনেটের স্পিড বেড়ে গেছে। তার বাস্তব প্রমান আমরা আগের পোস্টে দিয়েছিলাম। আশা করি বুঝতে পেরেছেন যে মোবাইলের ফোন মেমোরির সাথে মোবাইলের স্পিড এর একটা সম্পর্ক আছে।
3. ভালো মানের সিম অপারেটর এবং যেখানে খুব ভালো নেটওয়ার্ক পায়।
উপরে যে আলোচনা করলাম করলাম এই সম্পূর্ণ আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এখন আমি যেটা বলবো। খুব মনোযোগ সহকারে পড়বেন! দেখুন বর্তমানে আমাদের বাংলাদেশ কি হচ্ছে ফাইভ-জি কিন্তু আমরা কি আসলেই 5g ইন্টারনেট ব্যবহার করতে পারছি? আপনাদের কি মনে হয়? সেটা কমেন্ট বক্সে তুলে ধরুন। কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনাদের প্রায় 100 পারসেন এর ভিতর 99 শতাংশ মানুষ বলবেন যে এই দেশেই ঠিকমত 3g পায় না ফাইভ-জি তো বহু দূরের কথা। প্রায় প্রত্যেকটা সিম অপারেটর কোম্পানিগুলো ওই একই অবস্থা। তবে কিছু কিছু সিম অপারেটর কোম্পানিগুলো মোটামুটি ভালো মানের সার্ভিস দিচ্ছে। যেটা আপনি আমি সকলে বুঝতে পারছি আস্তে আস্তে ঠিক আজকে থেকে পাঁচ বছর আগে কিন্তু আমরা এই এত গতির ইন্টারনেট চালাতে পারতাম না যেটা এখন পারছি! এটা থেকে অন্তত এটা বুঝা যাচ্ছে যে দেশের আস্তে আস্তে উন্নয়ন হচ্ছে আশা করছি আর 1,2 বছরের ভিতরে ফাইভ-জি পেয়ে যাব। যাই হোক কথা সেটা না।
এখন হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে বাংলাদেশের সব সিম অপারেটর কোম্পানিগুলো যদি একই অবস্থা হয় তাহলে আমরা কোন সিম অপারেটরের কাছ থেকে ইন্টারনেট নিলে সবচেয়ে বেশি গতি পাবো?
এটার উত্তর হচ্ছে আপনার এলাকায় সবচেয়ে ভালো নেটওয়ার্ক পায় কোন সিমটি আপনি ব্যবহার করবেন ইন্টারনেটের জন্য তাহলে তুলনামূলক আপনার ইন্টারনেটের গতি অনেকটাই বৃদ্ধি পাবে। তাছাড়া ইন্টারনেট এর গতি বৃদ্ধি করার আরও একটা উপায় হচ্ছে, যে অপারেটরের সিম ইউজ করেন না কেন সেটা যদি আপনার আশেপাশের ওই টাওয়ার এর কাছাকাছি হয় তাহলে আপনারা সেখান থেকে খুব ভালো স্পিডে ইন্টারনেট চালাতে পারবেন। এটা বুঝতে পারবেন গ্রাম আর শহরের দুই জায়গায় একই সিম ব্যবহার করে ইন্টারনেট চালালে।
আশা করছি আজকের এই পোস্ট টা থেকে মোটামুটি আপনার একটা ধারণা পেয়েছেন যে কিভাবে মোবাইলে ইন্টারনেটের গতি বৃদ্ধি করা যায়। যারা ওয়াইফাই ব্যবহার করেন এবং যারা সিম দিয়ে ইন্টারনেট চালান দুই পক্ষেরই আশাকরি মোটামুটি অনেক হেল্প টিপস উপরে আমি দিয়েছি যেগুলো যদি আপনার ফলো করে তারপর ইন্টারনেট চালান আশা করছি এখন থেকে অনেক বেশি গতি পাবেন।
ইনশাআল্লাহ
সর্বোপরি ধন্যবাদ সবাইকে আজকের এই পোষ্ট টি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য।
Diskbd.com
ভালো লাগলো, তবে আরো ইনফরমেশন যোগ করলে আরো সুবিধা হতো!
ReplyDelete